Friday, April 28, 2023

হিন্দু দেব দেবী

 001) ইন্দ্র (দেবতা) ... wiki 

A) বেদে ইন্দ্র একজন সর্বপ্রধান দেবতা। বৈদিক দেবগণের মাঝে ইন্দ্রস্তুতি সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে।
B) বেদের মতো পুরাণে ইন্দ্র তেমন গুরুত্বপূর্ণ নন, যিনি স্বর্গের রাজা হন তিনিই ইন্দ্র। বিভিন্ন পুরাণে ইন্দ্রকে একজন মানবরুপী দেবতা হিসেবে চিত্রায়িত করা হয়েছে। 
C) পার্সিক ধর্মগ্রন্থ আবেস্তায় ইন্দ্রোপাসনা দেখা যায়।  ইন্দ্রকে ‘বেরেথরঘ্ন’ =সং বৃত্রঘ্ন বা বৃত্রহন্তা বলা হয়েছে। তবে সেখানে ইন্দ্রের প্রতি দ্বেষভাবের প্রকাশও হয়েছে। ইন্দ্রকে সেখানে দেবতার পরিবর্তে দানব হিসেবে দেখা হয়।

002) A) তেত্রিশ দেবতার তালিকা
B) তেত্রিশ দেবতা (সংস্কৃত: त्रिदश) বা তেত্রিশ কোটি দেবতা হিন্দুধর্মে দেবতাদের প্রকারভেদ অনুযায়ী সমষ্টিবদ্ধ সংখ্যা। তেত্রিশ কোটি দেবতা বলে প্রচলিত দেবতাসমূহ প্রকৃতপক্ষে তেত্রিশ প্রকার গুণ সম্পন্ন বৈদিক দেবতাকে বোঝানো হয়। .....  Link  ....
C) তেত্রিশ কোটি দেবতা সম্পর্কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার “দেবতত্ত্ব ও হিন্দুধর্ম, অন্যান্য রচনাবলিতে” বলেছেন,[৪]

হিন্দুর মুখে তো শুনি, হিন্দুর দেবতা তেত্রিশ কোটি। কিন্তু দেখি বেদে আছে দেবতা মোটে তেত্রিশটি।


A) হিন্দুধর্ম ভারতীয় উপমহাদেশের বৃহত্তম ধর্ম এবং বিশ্বের তৃতীয় বৃহত্তম ধর্ম । হিন্দুধর্মের মধ্যে পাঁচটি প্রধান সম্প্রদায় বা সম্প্রদায় রয়েছে, বৈষ্ণব সম্প্রদায় , শৈবধর্ম সম্প্রদায় , শাক্তধর্ম সম্প্রদায় , গাণপত্য সম্প্রদায় এবং সূর্যবাদ যাদের অনুসারীরা যথাক্রমে বিষ্ণু , শিব , আদি পরাশক্তি , গণেশ এবং সূর্যকে সর্বোচ্চ দেবতা বলে মনে করে।[১] স্মার্তবাদ উপরের পাঁচটি দেবতাকে সমান বলে মনে করে। হিন্দু দেবতাদের অধিকাংশই এই পাঁচটি প্রধান দেবতার বিভিন্ন রূপ (অবতার) বা তাদের সাথে সম্পর্কিত। 
B) প্রধান দেবতা:
ত্রিমূর্তি বা ত্রিদেব সৃষ্টিকর্তা ব্রহ্মা, রক্ষাকর্তা বিষ্ণু এবং ধ্বংসকারী ও পুনর্জন্মকারী মহেশ্বর (শিব) নিয়ে গঠিত। তাদের পত্নী প্রতিরূপ হলেন: ব্রহ্মার পত্নী সরস্বতী, বিষ্ণুর পত্নী লক্ষ্মী এবং শিবের পত্নী পার্বতী (বা দুর্গা)। বিষ্ণু ও শিবের অনুসারীরা দুটি প্রধান সম্প্রদায় গঠন করে।

004) কালী (সংস্কৃত: काली) বা কালিকা (সংস্কৃত: कालिका) হলেন একজন হিন্দুধর্মের দেবী। তিনি দেবী দুর্গা বা পার্বতীর একটি রূপ।  .... Link 
B) ডেভিড কিন্সলির মতে, কালীকে হিন্দু ঐতিহ্যে সর্বপ্রথম ৬০০ খ্রিস্টাব্দের দিকে স্বতন্ত্র দেবী হিসাবে উল্লেখ করা হয়েছে 

005) দেবী মাহাত্ম্য অনুসারে : পুরাকালে মহিষাসুর দেবগণকে একশতবর্ষব্যাপী এক যুদ্ধে পরাস্ত করে স্বর্গের অধিকার কেড়ে নিলে, বিতাড়িত দেবগণ প্রথমে প্রজাপতি ব্রহ্মা এবং পরে তাকে মুখপাত্র করে শিব ও নারায়ণের সমীপে উপস্থিত হলেন। মহিষাসুরের অত্যাচার কাহিনি শ্রবণ করে তারা উভয়েই অত্যন্ত ক্রোধান্বিত হলেন। সেই ক্রোধে তাদের মুখমণ্ডল ভীষণাকার ধারণ করল। প্রথমে বিষ্ণু ও পরে শিব ও ব্রহ্মার মুখমণ্ডল হতে এক মহাতেজ নির্গত হল। সেই সঙ্গে ইন্দ্রাদি অন্যান্য দেবতাদের দেহ থেকেও সুবিপুল তেজ নির্গত হয়ে সেই মহাতেজের সঙ্গে মিলিত হল। সু-উচ্চ হিমালয়ে স্থিত ঋষি কাত্যায়নের আশ্রমে সেই বিরাট তেজঃপুঞ্জ একত্রিত হয়ে এক নারীমূর্তি ধারণ করল। কাত্যায়নের আশ্রমে আবির্ভূত হওয়ায় এই দেবী কাত্যায়নী নামে অভিহিতা হলেন। অন্য সূত্র থেকে জানা যায়, আশ্বিন মাসের কৃষ্ণা চতুর্দশী তিথিতে দেবী কাত্যায়নী আবির্ভূতা হয়েছিলেন; শুক্লা সপ্তমী, অষ্টমী ও নবমী তিথিতে কাত্যায়ন দেবীকে পূজা করেন এবং দশমীতে দেবী মহিষাসুর বধ করেন। ... Link  
006) মহিষাসুর (সংস্কৃত: असुर) হিন্দু পুরাণে বর্ণিত একটি চরিত্র। [১]

বিভিন্ন প্রাচীন হিন্দু কাহিনীতে মহিষাসুরকে অপদেবতা হিসাবে বর্ণনা করা হয়েছে। .... Link  

007) হুদুর দুর্গা হল খেরওয়াল সাঁওতাল জনগোষ্ঠীর উপাস্য দেবতা, যাকে সাওতালরা মহিষাসুর বলে দাবি করে থাকে।[৩] সাঁওতালরা হিন্দুধর্মের দেবী দুর্গাকে খলনায়িকা হিসেবে বিবেচনা করে থাকে এবং এর বিপরীতে তারা মহিষাসুরপূজা করে থাকে।[৩][৪] অনেকের মতে, এটি সম্পূর্ণ রূপেই গল্পকথা এবং এর কোন ঐতিহাসিক ভিত্তি নেই, তাদের মতে, হুজুর দুর্গার গল্প আদতে রাজনৈতিক মদতপুষ্ট এবং দেবপক্ষ ও অসুরপক্ষের সংগ্রামকে আর্য ও অনার্য দ্বন্দ্ব বলে দাগিয়ে দেওয়ার একটি ভিত্তিহীন প্রয়াস। 
B) আর অনেকের দাবিমতে, উক্ত নারী গণিকা হওয়ার কারণে হিন্দুগণ দুর্গা পূজায় দুর্গার প্রতিমা তৈরি করতে গোমূত্র, গঙ্গাজল, গোবরের সঙ্গে গণিকালয়ের (পতিতালয়ের) মাটি ব্যবহার করে। .... Link

008) হুদুর দুর্গা হল খেরওয়াল সাঁওতাল জনগোষ্ঠীর উপাস্য দেবতা, যাকে সাওতালরা হিন্দুধর্মের মহিষাসুর বলে দাবি করে থাকে।[১] সাঁওতালরা হিন্দুধর্মের দেবী দুর্গাকে খলনায়িকা হিসেবে বিবেচনা করে থাকে এবং এর বিপরীতে তারা মহিষাসুরপূজা করে থাকে।[১][২]  ....  Link 

010) Lord Vishnu cursed Goddess Lakshmi for disobeying him  

011) The ancient story of goddess Lakshmi—bestower of power, wealth and sovereignty

012)  Vishnu combines many lesser divine figures and local heroes, chiefly through his avatars, particularly Rama and Krishna; the ten primary avatars of Vishnu are called the Dashavatara. His appearances are innumerable; he is often said to have 10 avatars—but not always the same 10. Among the 1,000 names of Vishnu (repeated as an act of devotion by his worshippers) are Vasudeva, Narayana, and Hari. .... Link  
B) Vishnu was not a major deity in the Vedic period.
C) By the time of the Mahabharata (the great Sanskrit epic that appeared in its final form about 400 CE), the avatars began to be identified with Vishnu.

013) What are the 10 avatar of Vishnu?
Most draw from the following set of figures, in this order: Matsya; Kurma; Varaha; Narasimha; Vamana; Parashurama; Rama; Krishna or Balarama; Buddha or Krishna; and Kalki.
014) Vishnu Sahasranama[1] (Sanskrit: विष्णुसहस्रनाम, IAST: Viṣṇusahasranāma),[a] is a Sanskrit hymn which contains a list of 1,000 names of Vishnu, one of the main deities in Hinduism and the supreme God in Vaishnavism. 

015) Balarama (Sanskrit: बलराम, IAST: Balarāma) is a Hindu god and the elder brother of Krishna. He is particularly significant in the Jagannath tradition, as one of the triad deities.[5] He is also known as Haladhara, Halayudha, Baladeva, Balabhadra, and Sankarshana.

016) দশাবতার বিষ্ণু দশ প্রধান অবতার। বৈষ্ণব দর্শনে, কোনো বিশেষ উদ্দেশ্যে মর্ত্যে অবতীর্ণ পরম সত্ত্বাকে অবতার নামে অভিহিত করা হয়। বিষ্ণুর (বা কোনো কোনো ক্ষেত্রে কৃষ্ণের) দশ মুখ্য অবতারের সমষ্টিগত নামই দশাবতার। এই দশাবতারের কথা জানা যায় গরুড় পুরাণ থেকে। 
B) দশাবতারের অধিকাংশই অভিহিত হন লীলা-অবতার নামে। হিন্দু বিশ্বাস অনুসারে, প্রথম চার অবতারের আবির্ভাবকাল সত্যযুগ। পরবর্তী তিন অবতার ত্রেতাযুগে অবতীর্ণ হন। অষ্টম ও নবম অবতারের আবির্ভাবকাল যথাক্রমে দ্বাপরযুগ ও কলিযুগ। দশম অবতার কল্কির আবির্ভাব ৪২৭,০০০ বছর পর কলিযুগের অন্তিম পর্বে ঘটবে বলে ভবিষ্যদ্বাণী করা হয়েছে।[২] বিষ্ণু পুরাণ–এও বলা হয়েছে, কল্কি অবতারের আগমনের সঙ্গে সঙ্গেই কলিযুগের সমাপ্তি ঘটবে। কল্কি দুষ্টের দমন ও শিষ্টের পালন করে এক নতুন সত্যযুগের সূচনা ঘটাবেন।[৩]

017) avatar, In Hinduism, the incarnation of a deity in human or animal form to counteract an evil in the world. It usually refers to 10 appearances of Vishnu, including an incarnation as the Buddha Gautama and Kalkin (the incarnation yet to come). The doctrine appears in the Bhagavadgita in the words of Lord Krishna to Arjuna: “Whenever there is a decline of righteousness and rise of unrighteousness then I send forth Myself.” .... Link  

018) Indra's significance diminishes in the post-Vedic Indian literature, but he still plays an important role in various mythological events. He is depicted as a powerful hero, and is known for having sexual relations with sage Gautama's wife, Ahalyā. ... Link 
B) Indra is also depicted in Buddhist (Indā[24] in Pali)[25] and Jain[26] mythologies.  
019) A) In Hindu mythology, Lord Vishnu is associated with economic activities

Read more at:
https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/in-hindu-mythology-vishnu-is-associated-with-economic-activities/articleshow/64034797.cms? 
B) In the Vedas, Vishnu is the name of a minor god, who is younger brother of Indra, and is known for the three steps he took to span the world.
C) And so, Vishnu has always been associated with economic activities: just as Krishna as cowherd, is linked to animal husbandry, while his elder brother, Balarama, holds a plough and is linked to agriculture. 

020) Asura Krishna and Yadavs Brahmanised!
Vishnu assumed different forms and fought against Krishna, Raja Bali, Raja Mahishasur, Raja Hiranyakashyap, etc to impose his Aryan culture on the original inhabitants of the country. Vishnu and Indra were the pivots of the Aryan civilization, and Krishna and Bali of the non-Aryan civilization

 021) মাহাদেবের প্রমত্ত যৌন উত্তেজনার ফলে পার্বতী মরনাপন্ন হয়ে পড়ে, তখন পার্বতী প্রান রক্ষার জন্য ভগবান কৃষ্ণের উদ্দেশ্যে প্রার্থণা করতে থাকে। এ অবস্থায় কৃষ্ণ তার সুদর্শন চক্রের দ্বারা উভয় লিঙ্গ কেটে দেহ থেকে বিচ্ছিন্ন করে পার্বতীর প্রান রক্ষা করেন। আর এই স্মৃতিকে ধরে রাখার জন্য প্রবর্তন হয় এই যুক্তলিঙ্গ পূজা । (ভগবত, নবম স্কন্ধঃ৫৯৮) ---- 
 

»»————- ★ ————-««

No comments:

Post a Comment