Thursday, February 2, 2017

মধ্যপ্রাচ্যের ইতিহাস

This Article is being  translated / composed in Bangla  following    "History of the Middle East" of Wikipedia .....

.
মানব সভ্যতার শুরুটা  মধ্য প্রাচ্য থেকে ।  এই অঞ্চলে অনেক আদি কালের সংস্কৃতি ও সভ্যতার স্বাক্ষর রয়েছে। একেবারে  প্রথম মানব বসতি এখানে গড়ে ওঠে , তারপর অনেকগুলো  সাম্রাজ্য এ এলাকায় বিকশিত হয় --- কোনটা শেষ নবীর ইসলাম প্রচারের আগে , কোনটা তার পরে ।   মিশরীয় সভ্যতায় মিশরের উচ্চ ও  নিম্ন ভূমি (উত্তর ও দক্ষিণ মিশর) সর্ব প্রথম রাজনৈতিক ভাবে  একীভূত হয় ৩১৫০  খ্রীঃ পূঃ সময় কালে ১ম ফেরাউনের রাজত্ব কালে । মেসোপটেমিয়া ছিল একাধিক শক্তিশালী  সাম্রাজ্যের পীটস্থান  । এসব  সাম্রাজ্যের  বিকাশ ঘটে পুরো মধ্য প্রাচ্য জুড়ে ।  এদের মধ্যে উল্লেখ যোগ্য হল এশিরিয় (১৩৬৫ খ্রীঃ পূঃ - ১০৭৬  খ্রীঃ পূঃ ) ও নব্য এশিরিয়  (৯১১  খ্রীঃ পূঃ - ৬০৫  খ্রীঃ পূঃ) সাম্রাজ্য ।  খ্রীঃ পূঃ ৭ম শতাব্দীর সূচনা কাল থেকে এ এলাকা নিয়ন্ত্রিত হতে থাকে ইরান ভিত্তিক সাম্রাজ্য ... Medes  ,  Achaemenid Persia  এবং তার পরের দেশ - সাম্রাজ্য দ্বারা ।  খ্রীঃ পূঃ ১ম শতাব্দীতে ভূমধ্য সাগরের পূর্বাঞ্চল একে একে রোমান প্রজাতন্ত্রের  আওতাধীন হয়ে পড়তে থাকে । নিকট প্রাচ্যের (Near East)  ব্যাপক এলাকা রোমানদের অধীনে চলে যায় । সে সময় পূর্ব রোমান সাম্রাজ্য তথা বাইজান্টাইন সাম্রাজ্য বিস্তার লাভ করে বলকান থেকে ইউফ্রেটিস (ইরাক) পর্যন্ত । এ সময় বাইজান্টাইন সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপল ভিত্তিক সরকারী  খৃস্টান ধর্ম হয়ে পড়ে সে সময় প্রচলিত বিভিন্ন অঞ্চলের ঈসায়ী বিশ্বাসীদের থেকে ভিন্নতর । সরকারী ভাষ্য গোঁড়া পন্থার বিস্তার ঘটায়  ।  খ্রিস্টীয় ৩য় শতাব্দী থেকে ৭ম শতাব্দী ...  এ সময়ে রোমান বাইজান্টাইন সাম্রাজ্য ও ইরানী সাসানী সাম্রাজ্যের অধীনে থাকে । ৭ম খ্রিস্টীয় শতকে নতুন শক্তির অভ্যুদয় ঘটে মধ্য প্রাচ্যে --- আর তা হল "ইসলাম" । 

..................................
Submission LINK
Wikipedia Published LINK 

Some External Links ...
01) মধ্যপ্রাচ্যের প্রাচীন ইতিহাস: এশিরিয় সভ্যতা
Image result for Middle East

No comments:

Post a Comment